মণিকম ঠাকুর নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে শশী থারুরকে কটাক্ষ করেন। তিনি বলেন, 'আমাদের সহযোদ্ধারা যখন বিজেপির লাইনে কথা বলেন, তখন ভারি অবাক লাগে। এবার কি পাখি একেবারে কথা বলা টিয়া পাখি হয়ে গেল নাকি' বলে প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। পাশাপাশি তিনি কটাক্ষের সুরে আরও বলেন, 'যখন মিমিক্রি করা হয়, তা পাখির মুখে সুন্দর, রাজনীতিতে নয়'।
...