রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি শুরু হতেই, তা নিয়ে তৎপর হয়ে পড়েন উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি বলেন, রুদ্রপ্রয়াগ থেকে মেঘভাঙা বৃষ্টির খবর মিলছে। চামোলি জেলার দেভাল গ্রামে বেশ কয়েকটি পরিবার আটকে পড়েছেন। যে খবর পেতেই শুরু হয়েছে উদ্ধার কাজ।
...