বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে জোর শোরোগল শুরু হলে পালটা মুখ খোলেন তেজস্বী যাদব। আরজেডি নেতা তেজস্বী যাদব প্রশ্ন তোলেন, যে বিজপি নেতা এই কথা বলেছেন, বিহার তাঁর বাবার রাজ্য? কে তিনি? শুধু তাই নয়, বিজেপি বিধায়ক কীভাবে এই ধরনের মন্তব্য করেন বলেও প্রশ্ন তোলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
...