By partha.chandra
শিবির বদল করায় অঘোষিত পিএইচডি সেরে ফেলছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কখনও বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, আবার কখনও এনডিএ ছেড়ে বেরিয়ে এসে কংগ্রেস জোটের মহাগঠবন্ধনের জোটে ঢুকে কুর্সি বাঁচিয়েছেন।
...