রিপোর্টে প্রকাশ, পশ্চিম বেঙ্গালুরুর বাসিন্দা সতীশ একজন সেখানকার নামকরা ব্যবসায়ী। তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে সতীশ পশ্চিম বেঙ্গালুরুতে বসবাস করেন। সতীশের ছোট মেয়ের স্কুলে ভর্তির সময় সেখানে শ্রীদেবী নামেএক শিক্ষিকার সঙ্গে তাঁর পরিচয় হয়। স্কুলে শ্রীদেবীর সঙ্গে পরিচয় হওয়ার পর দুজনের বন্ধুত্ব ক্রমাগত প্রগাঢ় হয়। অন্য সিম কার্ড দিয়ে দুজন যেমন কথা বলতে শুরু করেন , তেমনি ভিডিয়ো কলও শুরু করেন তাঁরা।
...