মহালক্ষ্মীর মা প্রথমে মেয়ের দেহ দেখে চিনতে পারেননি। তবে দেহের খণ্ডাংশ দেখে ক্রমশ সবকিছু তাঁর সামনে স্পষ্ট হয়ে যায়। পুলিশ জানায় মুক্তি রঞ্জন ৫০টি টুকরোতে খণ্ডিত করে মহালক্ষ্মীর দেহ। তারপর কোনও অংশ ফ্রিজ আবার কোনও অংশ বাথরুমে লুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায়।
...