বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বর্তমানে বন্ধুত্বের সম্পর্ক ভারতের। তবে প্রত্যেকদিন সকালে উঠে যদি কেউ বারংবার নিজেদের দেশে যা হচ্ছে,তার জন্য সব সময় ভারতকে দোষারোপ করে, তাহলে এর বিরুদ্ধে যে কোনও সিদ্ধান্ত একদিন না একদিন নেওয়া হতেই পারে। প্রত্যেকদিন সকালে উঠে যা হচ্ছে, তার জন্য দোষারোপ ভারতের বিরুদ্ধে করা একেবারেই বালখিল্য এবং হাস্যকর বলে মন্তব্য করেন জয়শঙ্কর।
...