⚡বেঙ্গালুরুর প্রযুক্তি সংস্থায় কর্মরত অতুল সুভাষের আত্মহত্যা, ভাইয়েরভিযোগে এফ আই আর
By Indranil Mukherjee
সুভাষের ভাই বিকাশ কুমার পুলিশকে করা অভিযোগে জানিয়েছেন, অতুলের স্ত্রী তার এবং তাদের বাবা-মায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা করেছেন। এতে সুভাষ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সুইসাইড নোটেও যার প্রমাণ পাওয়া গেছে।