⚡১০ মিনিট দেরিতে বিমানবন্দর পৌঁছেছিলেন, মিস হয় এআই-১৭১ বিমান
By Aishwarya Purkait
বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। হতাশ হয়ে তিনি যখন বাড়ির পথে, গাড়িতে বসে খবরে দেখেন, তাঁর মিস হওয়া বিমানটি ভেঙে পড়েছে। শিহরণ জাগানো এক অভিজ্ঞতা ভাগ করের নিলেন ওই মহিলা যাত্রী।