⚡এয়ার ইন্ডিয়ার বিমানের মধ্যে যাত্রীর রহস্যজনক মৃত্যু
By Aishwarya Purkait
সকাল ৮টা বেজে ১০ মিনিটে লখনউয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণও করে বিমানটি। যাত্রীরা একে একে নামতে শুরু করেন। আর তখনই বিমানের মধ্যে এক যাত্রীকে অজ্ঞাত অবস্থায় পাওয়া যায়।