#WorldElephantDay-তে একটা বড় খবর জানালেন তামিলনাড়ু বন বিভাগের অধিকর্তা আইএএস সুপ্রিয়া সাহু। তিনি জানালেন,তামিলনাড়ুর বন বিভাগের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সতর্কতা ব্যবস্থা মাদুক্কারাই, কোয়েম্বাটুরে একদল হাতির পরিবারকে নিরাপদে রেললাইন পার হতে সাহায্য করছে।
...