মঙ্গলবার সকালে অর্থাৎ ৭ জানুয়ারি ওই তরুণী যখন কলেজ থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় জিগনেশ লভার নামে এক যুবক হাজির হয়। কলেজ পড়ুয়াকে জিগনেশ নিজের গাড়িতে ওঠার কথা বলে। ওই তরুণী জিগনেশের গাড়িতে উঠবেন না জানালে, তাঁকে ব্যক্তিগত ছবি নিয়ে ভয় দেখানো হয়।
...