রবিবার সিগনেচার ব্রিজের কাছে যমুনা নদী থেকে মেলে ত্রিপুরার মেয়ে স্নেহা দেবনাথের মৃতদেহ। স্নেহা গত ৭ জুলাই থেকে নিখোঁজ হয়ে যান। বাড়িতে ভোর ৫.৫৬ মিনিটে কথা বলার পর স্নেহার মোবাইল বন্ধ হয়ে যায় সকাল ৮টার কিছু পরে। তারপর থেকে স্নেহার সঙ্গে বাড়ির লোক যোগাযোগ করতে পারেননি। অবশেষে রবিবার যমুনা নদী থেকে স্নেহা দেবনাথের দেহ উদ্ধার করে পুলিশ।
...