অমৃতসরের বিভিন্ন সীমান্ত লাগোয়া গ্রাম, তরণ তারণ, ফিরোজ়পুর, ফাজিলকার মত একাধিক জায়গার কৃষকরা যাতে ৪৮ ঘণ্টার ভিতরে ফসল কেটে ঘরে তোলেন, সে বিষয়ে প্রচার করা হয় বিএসএফ এ বং প্রশাসনের তরফে। নির্দিষ্ট সময়ের পর সীমান্তের গেট বন্ধ হলে কেউ ফসল তুলতে পারবেন না বলেও জানানো হয় বলে খবর।
...