গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামে হামলা চালায় জঙ্গিরা। সেনার পোশাক পরে বৈসরণে থাকা পর্যটকদের উপর গুলি বর্ষণ শুরু করে লস্কর-ই-তইবার জঙ্গিরা। যার জেরে ২৬ জনের প্রাণ যায়। জঙ্গিদের নির্বিচারে গুলি তালানোর জেরে যে ২৬ জনের প্রাণ যায়, তা নিয়ে ক্ষোভ প্রকাশ শুরু করেছেন মানুষ। কোনওভাবে যাতে জঙ্গিদের ছাড়া না হয়, তার দাবি জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ।
...