মার্কিন সেনা বিমানে করে ফেরাদের মধ্যে যাঁরা পাঞ্জাবের, তাঁরা ওই রাজ্যের গুরুদাসপুর, অমৃতসর, তরণ তারণ, জলন্ধর, পাটিয়ালা, মোহালি-সহ আরও একাধিক জায়গার বাসিন্দা রয়েছেন। অমৃতসরে যাঁদের নামানো হয়েছে, তাঁদের সমস্ত নথি খতিয়ে দেখে তবেই এ দেশে থাকার অনুমতি দেওয়া হবে। গত মাসেই এমন কথা মার্কিন সেক্রেটারি মার্কো রবিয়োকে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
...