মোদীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা ২.৪১ মিনিটের ভিডিয়োতে একেবারে কবিতার মত করে দেশের উন্নতিকে ব্যাখ্যা করা হয়। কলকাতায় গঙ্গার নীচ থেকে মেট্রো থেকে শুরু করে রামেশ্বরম সেতু কিংবা বন্দে ভারত এক্সপ্রেস, সবক্ষেত্রেই ভারত তরতরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে নিজের কবিতায় জানান প্রধানমন্ত্রী।
...