ওবেরয় কমপ্লেক্সের ১১তলায় থাকেন উদিত নারায়ণষ সেখানে তাঁর পরিবারের পাশাপাশি তাঁর ১০৮ বছরের মাও থাকেন। ফলে অন্ধকার এবং ধোঁয়ায় ঢেকে যাওয়া ওবেরয় কমপ্লেক্স থেকে অত্যন্ত কষ্ট করে এবং সাবধানতা অবলম্বন করে তাঁরা নীচে নেমে আসেন বলে জানান বলিউডের এই জনপ্রিয় গায়ক।
...