রূপালির সৎ মেয়ে বলেন, তাঁর বয়স বর্তমানে ২৬ কিন্তু পুরনো স্মৃতি, কষ্ট সব রয়েছে। কোনও কিছু থেকে তিনি মুক্তি পাননি বলে অভিযোগ করেন এষা ভর্মা। অতীতে যা হয়েছে তাঁর সঙ্গে, তার প্রভাব যেমন বর্তমানে পড়ছে, তেমনি ভবিষ্যতে পড়বে বলেও মনে করেন পর্দার অনুপমার সৎ মেয়ে।
...