⚡বাড়িতে হামলা, ভয়ে দুই সন্তানকে অল্লু সরালেন নিরাপদ আশ্রয়ে
By Aishwarya Purkait
এদিকে হামলার পর থেকে নিজের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তেলুগু অভিনেতা। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে অল্লুর বাড়িতে হামলার পরে তাঁর দুই শিশু সন্তানকে নিরাপদ আশ্রয় সরানো হয়েছে বলে জানা যাচ্ছে।