জন্ম মেঘালয়ে। বেড়ে ওঠা অসমে। স্বপ্ন দেখা কলকাতায়। তারপর গোটা ভারত। তাঁর মিষ্টি গানের সুরে বলিউড মেতে উঠেছিল। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হল জুবিনের। ৩২টি ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়ে নজির গড়া জুবিনের মৃত্য়ুতে চোখে জল গোটা দেশের।
...