গোটা দেশের সিনেমাপ্রেমীদের কাছে আজ একটা বড় দিন। আজ থেকে ঠিক ৫০ বছর আগে রিলিজ করেছিল বলিউডের সর্বকালীন সবচেয়ে বড় হিট 'শোলে'। রমেশ সিপ্পি পরিচালিত অমিতাভ বচ্চন-ধর্মেন্দ্র, আমজাদ খান, সঞ্জীব কুমার, হেমা মালিনী অভিনীত 'শোলে'বলিউড সিনেমার এমন এক এভারেস্ট যা সিনেমপ্রেমীদের ভালবাসার সর্বোচ্চ সীমা হিসাবেই ধরা হয়।
...