মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত দয়া নায়েক। ১৯৯৫ সালে ট্রেনি হিসেবে মুম্বই পুলিশে যোগদান করেন দয়া। এরপর ১৯৯৬ সালে তিনি জুহু থানার আওতায় যোগ দেন। এই পর্যন্ত ৮০ জন দাগি অপরাধীকে খতম করেছেন দয়া নায়েক। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার একজন বিশেষজ্ঞ হিসেবে দয়া কর্মরত।
...