রিপোর্টে প্রকাশ, মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা জানান, লরেন্স বিষ্ণোই গ্যাং সলমন খানকে খুন করতে চেয়েছিল। তারা কোনওভাবে সলমনকে ছাড়তে চায়নি। তবে সলমন খানের চারপাশে ওই সময় কড়া নিরাপত্তার মোড়ক থাকায়, বিষ্ণোই গ্যাং অভিনেতার দিকে চোখ তুলে তাকাতে পারেনি।
...