গ্লোয়ির পাশাপাশি চাঁদ নামের আরও এক বাঙালির সঙ্গে পুনিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বাঙালির সঙ্গে পুনিত এবার মহাকুম্ভে গিয়েছিলেন পূণ্য করতে। দুজনে একসঙ্গে জলে ডুবও দিয়েছেন। পুনিত সেই বাঙালি তরুণীকে বিয়ে করেন গ্লোয়ির সঙ্গে বিচ্ছেদ না হতেই। তাই আইনিভাবে পুনিতের স্ত্রী হিসেবে এখনও রয়েছে গ্লোয়ির অধিকার।
...