মালাইকার সঙ্গে থাকা যুবকের নাম হর্ষ মেহতা বলে অনেকে দাবি করলেও, আর একটি সূত্রের তরফে বলা হচ্ছে, ওই যুবক অভিনেত্রীর ম্যানেজার। মালাইকার ম্যানেজার বলেই তিনি এনরিকের কনসার্টে নায়িকার সঙ্গে হাজির হয়েছেন। তবে মালাইকা কি সত্যিই অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তার জেরেই ওই যুবকের মুখ বার বার সামনে আসছে।
...