By Aishwarya Purkait
এই বিপদের দিনে যারা ক্যাফের জন্যে প্রার্থনা করেছেন, ক্যাফেকর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, মনোবল বাড়িয়েছেন - তাঁদের সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে এও জানানো হয়েছে, শীঘ্রই ক্যাফেটি খোলা হবে।
...