হুমাইরা অসগর আলির মৃতদেহ উদ্ধারের পর যখন জোর চাঞ্চল্য শুরু হয়, সেই সময় তাঁর পরিবারের তরফে সমস্ত দায় ঝেড়ে ফেলা হয়। হুমাইরার দেহের শেষকৃত্য পরিবারের তরফে করা হবে না বলে সাফ জানান তাঁর বাবা। কী কারণে হুমাইরার বাবা এই ব্যবহার করেন মৃত মেয়ের প্রতি, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে।
...