গোল্ডি ধিঁলোর তরফে ওই গুলি চালানোর ঘটনা সরাসরি স্বীকার করে নেওয়া হয়। গুলি চালানোর দায় স্বীকারের পাশাপাশি কার্যত হুমকিও দেওয়া হয় কপিল শর্মাকে। এর আগে কপিলকে এ বিষয়ে সতর্ক করা হয়। তবে কপিল শোনেননি। এরপরও যদি কপিল না শোনেন, তাহলে মুম্বইতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে দেওয়া হয় হুমকি।
...