বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারটি তলা (প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম) ভাড়া নিয়েছেন কিং খান। স্ত্রী গৌরী খান, তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামকে সেখানেই থাকবেন শাহরুখ। ওই অ্যাপার্টমেন্টের জন্যে মাসে ২৪ লক্ষ টাকা ভাড়াও গুনতে হবে অভিনেতাকে।
...