ব্যান্দ্রার কার্টার রোডে সেলিম খানকে দেখে সেখানে দুজন এসে হাজির হন। বোরখা পরা এক মহিলাকে সেলিম খানের কাছে যান এবং তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। 'লরেন্স বিষ্ণোইকে ডাকব নাকি' বলে হুমকি দেওয়া হয় সলমন খানের বাবাকে। যে খবর প্রকাশ্যে আসতেই পুলিশ খোঁজ শুরু করে।
...