⚡মেলবোর্নে কনসার্টে তিন ঘণ্টা দেরিতে এলেন নেহা, চটে লাল দর্শক
By Aishwarya Purkait
নেহা মঞ্চে উঠতেই হইচই শুরু করেন শ্রোতারা। এরপরেই অপেক্ষারত দর্শক ও শ্রোতাদের কাছে ক্ষমা চাইলেন নেহা। সেই সঙ্গে অঝোরে কেঁদেও ফেললেন। যদিও গায়িকার সেই 'কুমিরের কান্নায়' মন ভোলেনি ক্ষিপ্ত দর্শকদের।