রিপোর্টে প্রকাশ, চলতি বছরের মে মাস থেকে শাহরুখ খানের মন্নতে কাজ শুরু হবে। গ্রেড থ্রি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে খান পরিবারের মন্নত। ফলে মন্নতকে আড়ে বহরে আরও বাড়াবেন শাহরুখ খান। সেই কারণে এবার বেশ কিছুদিনের জন্য শাহরুখ খান-সহ গোটা খান পরিবার মন্নত ছেড়ে বিলাসবহুল একটি ভাড়ার বাড়িতে যাবেন বলে খবর।
...