একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি হাজির হন ঋষি নেগি। তিনি জানান, সপ্তাহের শেষে যে উইকেন্ডা কা ওয়ার হাজির হওয়ার আগে, পুরো এপিসোড দেখার চেষ্টা করেন সলমন খান। তবে সময়ের অভাব হলে, শোয়ে হাজির হওয়ার আগে সলমন ২ ঘণ্টা ধরে গোটা সপ্তাহের এপিসোড দেখে ফেলেন। এরপরই তিনি এপিসোডে হাজির হন সলমন। এমন জানান ঋষি নেগি।
...