কুমার শানুর জীবনে যখন নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি আসে, তিনি তখন রীতার হয়ে পার্টির আয়োজন করেন। রীতাই তাঁর জীবনের সব বলে সবাইকে জানান। ওই ঘটনার এক বছরের মধ্যে শানু কীভাবে পালটে গেলেন, তা বুঝে উঠতে তিনি পারেননি। তাঁর পরিবারও কুমার শানুর ব্যবহারে আঁতকে ওঠেন বলে জানান রীতা।
...