ব্যান্দ্রায় নিজের বাড়িতে হামলার পর ৫ দিন হাসপাতালে থেকে মঙ্গলবার ঘরে ফেরেন সইফ আলি খান। লীলাবতী হাসপাতাল থেকে চিকিৎসার পর সইফ ব্যান্দ্রায় নিজের বাড়িতে ফেরেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে সইফ হাত জোড় করে নমস্কার জানান পাপারাৎজিকে। সেই সঙ্গে তিনি ঠিক আছেন বলে আশ্বস্ত করেন অসংখ্য অনুরাগীকে।
...