পহেলগাম হামলার পর বাণী কাপুর তা নিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে নেটিজেনরা একাংশ ক্ষেপে যান তাঁর বিরুদ্ধে। বাণী কাপুরকে একের পর এক কটাক্ষ করা হয়। কেউ বলতে শুরু করেন, অভিনেত্রীকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। আবার কেউ বলেন, আবীর গুলাল বয়কট করা হোক। অনেকে বলতে শুরু করেন, ঊরি হামলার কথা কি ভুলে গিয়েছেন, যার জন্য পাক অভিনেতার সঙ্গে অভিনয় করতে হচ্ছে।
...