By Jayeeta Basu
অভিনেত্রী রন্যা কেন বছরে এতবার দুবাইতে যাচ্ছেন, তা নিয়ে আগে থেকেই প্রশাসনের নজর ছিল। রন্যা এতবার দুবাইতে কেন যাচ্ছেন, সেদিকে নজর রাখতেই ক্রমাগত সমস্ত তথ্য প্রকাশ্যে আসে। এরপরই জাল পেতে রন্যা রাওকে গ্রেফতার করা হয় বলে খবর।
...