সারা অর্জুন সেই অভিনেত্রী যাঁকে পন্নিয়িন সেলভানে দেখা যায়। মণি রত্নমের ওই ম্যাগনাস অপাসে দেখা যায় সারা অর্জুনকে। যে সিনেমা ৮০০ কোটির ব্যবসা করে। পন্নিয়িন সেলভানের পর সারা অর্জুনকে এবার দেখা যাবে বলিউডের এই স্পাই থ্রিলারে। যা নিয়ে দর্শকের মধ্যে শুরু হয়ে যায় জোর চর্চা।
...