ইসলাম ধর্মে নানান কারণে মহরমের গুরুত্ব থাকলেও আমরা মহরমকে চিনি বেদনা বিধুর মাস হিসেবে।  প্রতি বছর আমাদের কাছে মহরম আসে শোকের বার্তা নিয়ে। এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করেন বিশ্বের মুসলমানগণ। ২০২২ সালের মহরম শুরু হবে শুক্রবার,২৯শে জুলাই সূর্যাস্তের পরে এবং শেষ হবে ২৮শে আগস্ট রবিবার সূর্যাস্তের পরে। পশ্চিমী দেশগুলির সাথে ভারতবর্ষ, পাকিস্তান , বাংলাদেশ সহ পূর্বের দেশগুলিতে ৩০শে জুলাই শুরু হবে এই পবিত্র মাস। পবিত্র এই মাসের সূচনায় তাই সকল ইসলাম ধর্মের বন্ধু , আত্মীয় পরিজনের জন্য রইল মহরম মাসের শুভেচ্ছা বার্তা। আপনাদের কাছের মানুষদের জন্য আপনারাও শেয়ার করুন ফেসবুক, টুইটারে।

Photo Credit_ Latestlymedia.com
Photo Credit_ Latestlymedia.com
Photo Credit_ Latestlymedia.com
Photo Credit_ Latestlymedia.com
Photo Credit_ Latestlymedia.com