আজ ২৫ ডিসেম্বর। কোভিডের আতঙ্কের মধ্যেই আলোর মালায় সেজেছে গোটা দেশ। প্রভু যীশুর কাছে একটাই প্রার্থনা, মহামারীর সেই ভয়াবহ দিন যেন আর না ফিরে আসে পৃথিবীতে। আজ বড়দিন (Merry Christmas 2022 Wishes)। এই বিশেষ দিনে ক্রিসমাস ট্রি তে মোজা ঝুলিয়ে উপহারের আশায় থাকবে শিশুরা। তাদের মনের ইচ্ছা পূরণ করতে স্লেজ গাড়ি চেপে আসবে সান্তাক্লজ। আর তার ঝুলি থেকে বেরিয়ে আসবে বিভিন্ন উপহার।
তাই শীতের আমেজে আনন্দে কাটুক বড়দিন। একই সঙ্গে আত্মীয় বন্ধুদের পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার ( LatestLY Bangla) এই বড়দিনের শুভেচ্ছা কার্ড।