হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেকবার ২ জুন পালন করা হয় মহারানা প্রতাপ জয়ন্তী (Maharana Pratap Jayanti)। রাজস্থানের মেবারের হিন্দু রাজা মহারানা প্রতাপের সঙ্গে ভারতবাসীর আবেগ জড়িয়ে। তাই প্রত্যেকবারের মত এবারও ২ জুন পালন করা হবে মহারানা প্রতাপ জয়ন্তী। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে যিনি প্রথম স্বাধীনতার লড়াই লড়েছিলেন, তিনি মহারানা প্রতাপ। হলদিঘাটে মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন মহারানা প্রতাপ। মেবারের রাজা মহারানা প্রতাপের জন্ম জয়ন্তীতে এই মন্তব্যই উদ্ভুদ্ধ করুক প্রত্যেক দেশবাসীকে।
প্রত্যেকবারের মত এবারও মহারানা প্রতাপের জন্ম জয়ন্তীতে প্রত্যেককে শুভেচ্ছা জানান এভাবে...
মহারানা প্রতাপের জন্ম জয়ন্তীতে দেশাত্মবোধকে জাগ্রত করুন এভাবে...
মহারানা প্রতাপের জন্ম জয়ন্তীতে শেয়ার করুন এই ওয়াল পেপারগুলি...
হিন্দু রাজার জন্ম জয়ন্তী যেন দেশের মানুষকে এক সূত্রে গাঁথতে পারে, জানান সেই প্রার্থনা...