
ইবাদতের রাত, শাবান মাস শুরুর প্রথম রাত, লাইলাতুল বরাত। এই রাতে আল্লাহর কাছে মাগফেরাত চেয়ে নিন। এ দোয়া কবুল হওয়ার রাত। এই পবিত্র রাতে গহীন কবরবাসী হয়ে যাওয়া প্রিয়জনদের জন্য রহমত, নাজাত, বেহেস্ত প্রার্থনা করতে হবে। রাতভর ইবাদতে মিলবে শান্তি, স্বস্তি। এই বিশেষ রাতে আপনজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা।শব-ই বরাত (Shab-e Barat 2023 Wishes ) আমাদের প্রত্যেকের জীবনে শান্তি আনুক, এই দোয়া রইল।



