Maha Sasthi Images In Bengali

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে সবথেকে বড় পুজো হল এই দুর্গাপুজো (Durga Puja 2025)। আজ মহাষষ্ঠী (Maha Sasthi Wishes)। ঢাকের বাদ্যি, কাঁসরের ঘণ্টা, উলুর ধ্বনি, শঙ্খের আওয়াজে চারিদিন একেবারে মুখরিত, চঞ্চল ও প্রাণবন্ত হয়ে উঠেছে। ঝলঝকে এক সকাল দিয়ে পুজো হয়েছে শুরু। শাস্ত্রমতে আজকের দিনেই দেবী দুর্গা (Devi Durga) কৈলাশের যাত্রা শেষ করে সপরিবারে মর্তে আগমন করেন।

আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দেবীর আরাধনা। আজ শারোদৎসবের প্রথম দিন। ষষ্ঠীর দিন আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে WhatsApp, Facebook, Messenger-এ পাঠিয়ে দিন LatestLY Bangla-র এই শুভেচ্ছা বার্তা৷

জীবনের পথচলায় দশভূজা আপনাকে আগলে রাখুন। তাঁর পথনির্দেশ ও নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে জীবনে উন্নতি করুন।

শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা

মায়ের চরণ স্পর্শে দূর হবে সকল দুঃখ-কষ্ট, চারিদিক হবে আলোকিত।

শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন

Maha Sasthi Image Quote
Maha Sasthi Images In Bengali
Maha Sasthi Images In Bengali

দেবী দুর্গা আপনার জীবনে অনন্ত সুখ, শান্তি ও আনন্দের প্রকাশ ঘটান। মহাষষ্ঠীর সকালে আপনাদের তাই জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন

Maha Sasthi Images in Bengali

আজ ষষ্ঠী, দেবী দুর্গাকে বোধনের দিন আজ। সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

Maha Sasthi Images In Bengali