রাত পেরোলেই নবমী। মাঝে আর মাত্র একটি দিন। এবারের মতো দেবীপক্ষের সমাপ্তি ঘটতে চলেছে। নবমীর আগমনে চারদিকে পুজোর আমেজ ভরপুর, তাই এখনই দুঃখে ভারাক্রান্ত না হয়ে বাড়িতে বসেই বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার তৈরি শুভ মহা নবমীর এই শুভেচ্ছা বার্তা।