Happy Teddy Day 2022 Wishes: টেডি ডে উপলক্ষে মনের মানুষকে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা
Happy Teddy Day (File Photo)

Happy Teddy Day 2022 Wishes In Bengali: আজ ভালবাসার সপ্তাহের চতুর্থী। এক কথায় টেডি ডে (Happy Teddy Day 2022 Wishes)। টেডি বলতেই চোখে ভেসে ওঠে একটা নরম তুলতুলে ভাললাগা। এমন অনুভূতিকে সঙ্গে নিয়ে থাকতে সবাই পছন্দ করে। আর সরস্বতী পুজোয় শুরু হওয়া প্রেমকে যদি ভালবাসার আবেশে জড়িয়ে নিতে চান, তাহলে আজকের দিনে প্রিয়তমাকে উপহার দিন একটা টেডি। একেবারে মুঠোয় চলে আসুক বা বিছানাজুড়ে শোভাবর্ধন করুক। টেডি প্রেম আট থেকে ৮০ সবাইকেই টানে। এমন দিনে হাতে হাতে টেডি তুলে দিতে নাই বা পারলেন, শেয়ার করুন LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা।

Happy Teddy Day (File Photo)
Happy Teddy Day (File Photo)
Happy Teddy Day (File Photo)