Ganesh Chaturthi Wishes (Photo Credits: Latestly.com)

আজ গণেশপুজো (Ganesh Chaturthi 2022)। বাণিজ্য নগরী মুম্বই সহ গোটা দেশে জাঁকজমকভাবে আয়োজিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশের পুজো। পশ্চিমবঙ্গেও ঘরে ঘরে চলছে গণেশবন্দনার প্রস্তুতি। যে কোনও কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ। এ ছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পুজো উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও। বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ, শান্তি যেমন বজায় থাকে, তেমনই প্রবেশ করতে পারে না বিপদও।

এই শুভদিনে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের শুভেচ্ছা জানাতে লেটেস্টলি বাংলা  (LatestLY Bangla) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র (Ganesh Chaturthi Wishes in Bengali) শুভেচ্ছাপত্র শেয়ার করে সিদ্ধিদাতার আশীর্বাদ ছড়িয়ে দিন সকলের মাঝে-

Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com