মহাষষ্ঠীর শুভেচ্ছা

Maha Saptami Wishes In Bengali:  শুভ সপ্তমী। ভোরের শিশির, রোদ ঝলমলে আকাশ, শিউলি ফুল, কাশের মেলা। চারিদিকে সাজ সাজ রব। কুমোরটুলির ব্যস্ততা শেষ। সংক্রমণ ভয় এড়িয়ে অনলাইন শপিংয়েই বেশি জোর দিয়েছে বাঙালি। তবু টুকটাক শেষ মুহূর্তের কেনাকাটি চলছে। দুর্গাপুজো বলে কথা! কলা গাছের চারাকে গণেশের স্ত্রী হিসেবে কল্পনা করে সাজানো হয়। সপ্তমীর ভোর হতেই কলা বউকে স্নান করিয়ে, লালপাড় সাদা শাড়ি পরিয়ে গণেশ মূর্তির পাশে রাখা হয়। এদিনই দেবী দুর্গার ন'টি রূপে নবপত্রিকা অর্থাৎ ন'ধরণের গাছ একসঙ্গে করা হয়, মহা সপ্তমীর সকালে সামনের কোনও নদীতে গিয়ে নবপত্রিকাকে স্নান করানো হয়। নতুন শাড়ি দিয়ে সাজিয়ে দেবী দুর্গার ডান দিকে নবপত্রিকাকে স্থাপন করা হয়।

শুভ সপ্তমীর এই শুভ দিনে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messege)। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।

শুভ সপ্তমীর শুভেচ্ছা।

WhatsApp message reads:: লেটেস্টলি বাংলার তরফে সকলকে শুভ সপ্তমী।

শুভ সপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন

WhatsApp message reads:: লেটেস্টলি বাংলার তরফে সকলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন।

শুভ সপ্তমীর শুভেচ্ছা

WhatsApp message reads:: লেটেস্টলি বাংলার তরফে সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা! আপনার জীবন সুন্দর হয়ে উঠুক

শুভ সপ্তমীর শুভেচ্ছা

WhatsApp message reads:: দেবীর আগমণে তোমার জীবন হয়ে উঠুক সুন্দর লেটেস্টলি বাংলার তরফে সকলকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা

শুভ সপ্তমীর শুভেচ্ছা

WhatsApp message reads:: শুভ সপ্তমী! দুর্গাপুজোর শুভেচ্ছা এবং শুভকামনা রইল