Subho Ashtomi (File Photo)

Subho Maha Ashtomi 2021 Wishes In Bengali: পুজোর আনন্দে মাতোয়ারা চারদিক। রাত পোহালেই অষ্টমী। অঞ্জলিতে কি পরবে তাই নিয়েই চলছে জল্পনা। পুজো এখন ধুমধাম করে শুরু হয়ে গেছে। এমন আনন্দের দিনে আপনজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার অষ্টমীর শুভেচ্ছা বার্তা (Subho Ashtomi 2021 Wishes)। পুজোতে আনন্দ করুন। বাড়িতে থেকে আড্ডা জমান বন্ধুদের সঙ্গে। জমিয়ে করুন পেটপুজো। এই সময় একটু আধটু ওজন বাড়লে ক্ষতি নেই। পুজো মিটলে ঘাম ঝরিয়ে ফের ফিট হয়ে যাবেন। এই পুজোতে ঠাকুর দেখতে বেরলে কোভিড বিধি মানুন। অতিমারীর গ্রাস থেকে আমরা এখনও মুক্ত হইনি, তাই WhatsApp, Messenger, Facebook-এ পাঠিয়ে দিন শুভেচ্ছা।

Subho Ashtomi (File Photo)

Messages:  সকলকে  মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 

00 Subho Ashtomi (File Photo)

Messages: আকাশজুড়ে যাচ্ছে উড়ে, সাদা মেঘের ভেলা, বিসর্জনের সময় হল ফুরিয়ে এল খেলা, শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা

Subho Ashtomi (File Photo)

Messages:  শুভ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, সকলের পুজো ভাল কাটুক