১ জুলাই, ২০২০: আজ বুধবার। আপনার আর্থিক অবস্থা কেমন যাবে। কী লেখা আছে আপনার ভাগ্যে। কোনও সুখবর থাকছে কি। আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে। নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।
মেষ : আপনার কর্মদক্ষতা প্রকাশ পেতে পারে৷ মানসিক চাপ আপনাকে কাবু করতে পারবে না। কমাতে পারবে না আপনার উৎসাহ৷ সহকর্মীদের পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন৷ ফল প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। তবে হতাশ হলে হবে না৷
শুভ সংখ্যা: ৬৫
শুভ রং-লাল প্রবাল
বৃষ: কোনও বিষয়ে পরিকল্পনা করলে তা সফল হওয়ার সম্ভবনা প্রবল৷ আনন্দিত হবেন অন্যের প্রশংসা করতে পেরে৷ চাকুরিজীবী বা ব্যবসায়ী উভয়ই কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন৷
শুভ সংখ্যা: ৮৫
শুভ রং-সাদা
মিথুন: অনুপ্রাণিত হতে পারেন অন্য লোকেদের কাজের দ্বারা৷ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন নিরাপত্তা ও অর্থ সংক্রান্ত বিষয়ের সমস্যা নিয়ে৷ চারপাশের লোকেদের শ্রদ্ধা এবং ভালোবাসা পাবেন যত্নশীল স্বভাবের জন্য।
শুভ সংখ্যা: ৭৬
শুভ রং-সবুজ
কর্কট: কাছের বন্ধুদের অনুপ্রাণিত করবে আপনার স্নেহশীল মনোভাব। মজবুত হতে পারে তাঁদের সঙ্গে সম্পর্কও৷
শুভ সংখ্যা: ৬১
শুভ রং -সাদা
সিংহ: দিনটা কাটতে পারে ভালো-মন্দ মিশিয়ে ৷ হতাশা আসতে পারে অংশীদার বা সহকর্মীদের কাছ থেকে৷ কোনও সমস্যা সম্পর্কে ধারণা তৈরি হতে পারে কাজে আসতে পারে বন্ধুদের দেওয়া উপদেশ।
শুভ সংখ্যা: ৩৯
শুভ রং -কমলা
কন্যা: আজ চিন্তিত করতে পারে বিভিন্ন বিষয় । আনন্দিত হতে পারেন আর্তদের সাহায্য করে । প্রকাশ্যে আসতে পারে অন্যদের মন বুঝতে পারার ক্ষমতা।
শুভ সংখ্যা: ৪৭
শুভ রং -সবুজ
তুলা: পরিকল্পনা করতে পারেন ভবিষ্যত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে৷ বৃদ্ধি পেতে পারে আকাঙ্খাও ৷ নিজস্ব দৃষ্টিভঙ্গি পালটাতে সক্ষম হবেন। তার ফলে পরিবর্তন আসতে পারে জীবনযাত্রায়।
শুভ সংখ্যা: ৭৪
শুভ রং -সাদা
বৃশ্চিক: উদ্যমী মনোভাব সাহয্য করবে কাজ সম্পাদন করতে৷ শুরু করতে পারেন নতুন ব্যবসাও। প্রত্যাশিত ফল পেতে হলে আজ থেকেই কঠোর পরিশ্রম ও প্রয়াস করার সঙ্কল্প করুন। সামগ্রিকভাবে দিনটা ভালোই কাটতে পারে।
শুভ সংখ্যা: ৬৪
শুভ রং -কালচে নীল
ধনু: আজকে আপনার মেজাজ ছোটোছোটো কারণেই বিগড়াতে পারে৷ আক্রমণাত্মক স্বভাবের কারণে নিজেই বিপদে পড়তে পারেন৷ নতুন কাজ শুরু করার আগে মাথা ঠাণ্ডা করে দুবার ভেবে তবে কাজটা শুরু করাই উচিত হবে৷ চিন্তায় ফেলতে পারে আর্থিক ক্ষেত্র৷
শুভ সংখ্যা: ৩৫
শুভ রং -হলুদ
মকর: সক্ষম হবেন লক্ষ্যপূরণ করতে৷ প্রশংসিত হবে বুদ্ধিদীপ্ত স্বভাব এবং সহজাত প্রবৃত্তি৷ সময়ের পূর্ণ ব্যবহার করাই সমীচীন হবে।
শুভ সংখ্যা: ৮২
শুভ রং- নীল
কুম্ভ: হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন ৷ দিনের শেষভাগটা কাটতে পারে বিনোদনমূলক কাজ করে৷
শুভ সংখ্যা: ৬৪
শুভ রং -কালচে নীল
মীন: ভারসাম্য বজায় রেখে চলতে হবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ৷ সম্পত্তি সমস্কারমূলক কাজ শুরু করতে পারেন৷ সেই কারণে বৃদ্ধি পেতে পারে ব্যয়৷ দেরিতে হলেও পরিশ্রমের ফল পেতে পারেন।
শুভ সংখ্যা: ৭৪
শুভ রং -হলুদ